ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭ যাত্রী আহত
ইতালির উত্তরাঞ্চলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আরোহী আহত হয়েছেন। তবে গতি কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত রোববার রাতে দেশটির বোলোগনা ও রিমিনি শহরের মধ্যকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামঝি একটি উচ্চগতির ট্রেন ও একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন আহত হন। তবে জাতীয় ট্রেন অপারেটর ট্রেন ইটালিয়ার এক মুখপাত্র বলেছেন, আহতরা সামান্য আঘাত পেয়েছেন, বেশির ভাগই কাটাছেঁড়ার মতো ক্ষত।
তিনি জানান, এটি খুবই কম গতির সংঘর্ষ ছিল। ঘটনার তদন্ত চলছে। ইতালির উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি জানান, তিনি ঘটনাটির ওপর নজর রাখছেন। কী ঘটেছে সে বিষয়ে আরো তথ্য ও দায়ীদের সম্পর্কে জানতে চেয়েছেন সালভিনি।
তথ্যসূত্র :এফএনএস বিদেশ