ইসলামী ব্যাংকের শাখা প্রতিষ্ঠার দাবিতে পূর্বধলা প্রেসক্লাবে সাংবাদিক ও সুধী মহলের সাথে মতবিনিময়
শিমুল শাখাওয়াতঃ:নেত্রকোণার পূর্বধলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর শাখা স্থাপনের জন্য সাংবাদিক ও সুধী মহলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে গত শুক্রবার বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্থাপন কার্যক্রম পরিষদ। সভায় সভাপতিত্ব করেন, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আমির মাহফুজুল হক খান নয়ন।
মুল বক্তব্য উপস্থাপন করেন ব্যাংক স্থাপন কার্যক্রম পরিষদের মূল উদ্যোক্তা উপজেলা জামায়াতের নায়েব আমীর, সাবেক উপজেলা শিক্ষা অফিসার, মো: জয়নাল আবেদীন। পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিরন্নপট্টি ফাযিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: রায়হান উদ্দিন ফকির, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো: নজরুল ইসলাম, পূর্বধলা হোসাইনীয়া ফাজিল মাদরাসার সহকারি অধ্যাপক মাও: শহিদুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য জাকির আহমদ খান কামাল, নূর উদ্দিন মন্ডল দুলাল, ডা: শহিদুল্লাহ, সাংবাদিক মো: শফিকুল ইসলাম খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ডা: উমর ফারুক, হিরন্নপট্টি ফাযিল মাদ্রাসার প্রভাষক মাও: এনামুল হক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী, ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাও: এমদাদুল হক প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: শাখাওয়াত হোসেন শিমুল, মানবকন্ঠের পূর্বধলা উপজেলা প্রতিনিধি সাকিব আব্দুল্লাহ, সাংবাদিক জোবায়েদ হোসেন বাচ্ছু, মো: নজরুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা মো: মঞ্জুরুল হক। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।