অন্যান্য

একান্ন লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

শেরপুর সদর থানাধীন নন্দীর বাজারস্থ তিন রাস্তার মোড় এলাকা থেকে প্রায় ৫১(একান্ন) লক্ষ টাকা মূল্যের ৫১০ গ্রাম হিরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গতকাল গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।র‍্যাব সূত্র জানায়, র‍্যাবের একটি টিম শেরপুর জেলার সদর থানাধীন নন্দীর বাজারস্থ তিন রাস্তার মোড় সংলগ্ন মেসার্স সোহান-জুঁই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনাকালে মোঃ শামীম হোসেন (২৫), পিতা- মোঃ ফিরোজ আলী, সাং-খরপা বাজার পাড়া, থানা-পোরশা, জেলা-নওঁগা’কে আটক করে।

এ সময় আসামীর কাছ থেকে ৫১০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন যার অবৈধ বাজার মূল্য অনুমান ৫১(একান্ন) লক্ষ টাকা ও একটি এ্যান্ড্রয়েড OPPO মোবাইল ফোন সীমসহ এবং নগদ-২৯৩০/-টাকা উদ্ধার করতঃ জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে শেরপুর জেলার সদর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তর করা হয়েছে।

One thought on “একান্ন লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী র‍্যাবের হাতে গ্রেফতার

  • I am really impressed together with your writing abilities as well as with the format on your blog. Is that this a paid theme or did you modify it your self? Anyway keep up the excellent quality writing, it is rare to peer a nice weblog like this one today!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *