জাতীয়

কিশোরগঞ্জে বিএডিসির সাবেক স্টাফ নুরুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের জমি দাতা বিএডিসির সাবেক স্টাফ প্রয়াত নুরুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে জেলা সদরের মহিনন্দ নীলগঞ্জ সড়কের পাশে অবস্থিত পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার এবং যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী।
মহিনন্দ  ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল,মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন,সহ সাধারণ সম্পাদক নিরব রিপন, কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন মানিক, যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,মাও মোখলেছুর রহমান প্রমুখ। পরে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের জায়গাদাতা প্রয়াত নুরুল হকের জন্য বিশেষ দুয়া করা হয়।  এসময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগার,যুব উন্নয়ন পরিষদের সদস্যগণ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।