গফরগাঁও পৌরসভার উদ্যোগে রোকেয়া দিবসের র্যালী ও আলোচনা সভা
গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে গফরগাঁও পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও পৌরসভার কর নির্ধারক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী আকন্দ, গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক আহসান হাবীব, প্রভাষক সাব্বির কামাল, গফরগাঁও পৌরসভার আইইউজিআইপি প্রকল্পের সিডিএ মোঃ মাসুদুর রহমান, সিডিএ নাহিদ ফারজানা, সহঃ প্রকৌশলী মেধা মজুমদার ও উপ সহঃ প্রকৌশলী মোঃ এনামুল হক মনি প্রমূখ।