গাজীপুরে হোটেল শ্রমিকদের কর্মি সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের গাজীপুর জেলা কমিটির উদ্যোগে কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল (২২ নভেম্বর) বিকাল ৪ টায় জয়দেবপুর শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় কর্মি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকেন কেন্দ্রিয় সভাপতি আক্তারুজ্জামান খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সহ-সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সহ-সভাপতি রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ হোটেল ইউনিয়নের গাজীপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হোটেল ও রেস্টুরেন্ট সেক্টর বাংলাদেশের অন্যতম একটি শ্রম সেক্টর হলেও এখনও পর্যন্ত এ সেক্টরে শ্রম আইন বাস্তবায়ন করা হচ্ছে না। শ্রমিকদের বাধ্যতামূলকভাবে ১০/১২ ঘন্টা ডিউটি করতে হয়। নিয়োগপত্র- পরিচয়পত্র না থাকায় যখন তখন শ্রমিকদের চাকুরিচ্যুত করা হয়। আন্তর্জাতিকভাবে মহান মে দিবসের ছুটি কার্যকর হলেও হোটেল শ্রমিকদের মে দিবসে সবেতনে ছুটি প্রদান করা হয় না।
নেতৃবৃন্দ আগামি রমযান মাস উপলক্ষে এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানের দাবিতে এবং মহান মে দিবসে সবেতনে ছুটি আদায়ের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।