জাল এনআইডি তৈরীকারীকে গ্রেফতারসহ অন্যান্য মামলার ১৫ জন আসামি গ্রেফতার করেছে ময়মনসিংহ পুলিশ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ২৭ জুন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে ১৫ জন। তন্মধ্যে
এসআই (নিঃ) ফারুক আহম্মেদ একটি টীম ১৭৪ আর. কে. মিশন রোডস্থ শহর সমাজ সেবা কার্যালয়ের সামনে হতে দস্যুতার চেষ্টা করার অপরাধে ০২টি সুইচ গিয়ার চাকু এবং একটি চাপাতিসহ আসামী মোঃ হৃদয় (২০), পিতা- ইদ্রিস আলী, মাতা- পুরভিলা, সাং- পাটগুদাম হাজী কাশেম আলী কলেজ এর পিছনে, মোঃ আলী হোসেন (২২), পিতা- রফিক, মাতা- জেসমিন, সাং- পাটগুদাম বিহারী ক্যাম্প, শরিফ (২০), পিতা- মৃত কালু মিয়া, মাতা- ফজিলা খাতুন, সাং- আকুয়া মোড়লপাড়া সোহরাব সাহেবের মসজিদ সংলগ্ন, অন্তর (১৯), পিতা- শাহিন, মাতা- সুফিয়া, সাং- চরনিলক্ষিয়া পাড়া লক্ষিপুর, ৫। শুভ (২৩), পিতা- আব্দুল মালেক, মাতা- রোবিনা সরকার, সাং- কৃষ্টপুর বাগানবাড়ী, সর্ব থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন কোতোয়ালী থানা এর নেতৃত্বে একটি টীম অভিযান কোতোয়ালী থানাধী এলাকা হতে অন্যান্য মামলার আসামী আজিজুল(২৫), পিতা-সুরুজ আলী, মফিদুল(২৫), পিতা-হোসেন আলী, উভয় সাং-চর ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩। মোঃ সানি(২৯), পিতা-রিয়াজ উদ্দিন , ঠিকানা: স্থায়ী: (উজান ঘাগড়া তালতলা (ইয়াসিন সরকারের বাড়ী সংলগ্ন)) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহদের গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আজগর কোতোয়ালী থানা এর নেতৃত্বে একটি টীম চরপাড়া সাকিনস্থ ইরানী বোরকা বাজার সংলগ্ন অনন্যা ডিজিটাল স্টুডিও এর ভিতর হইতে এনআইডি জাল করার সময় আসামী প্রানজিত সরকার (৫২), পিতা-মৃতঃ সুরেশ সরকার, মাতা-মৃতঃ ঊষা রাণী সরকার ,স্থায়ী: গ্রাম- ঠাকুরাকোনা (ঠাকুরাকোনা) , উপজেলা/থানা- নেত্রকোনা, জেলা -নেত্রকোনা, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- অষ্টধর (বাগমারা, ১৭নং ওয়ার্ড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আসাদুজ্জামান কোতোয়ালী থানা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন নতুন বাজার এলাকা হইতে চুরির ঘটনায় সন্দিগ্ধ আসামী সুজন(২৩), পিতা-ইসলাম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- আকুয়া (-আকুয়া বোর্ডঘর) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) কামরুল হাসান এবং এএসআই (নিঃ) মোঃ মাসুম রানা থানা এলাকায় জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী সুমন (৩০), পিতা-লাল মিয়া ওরফে লালু , ঠিকানা: চর ঈশ্বরদিয়া) ২। আমিনুল ইসলাম(৩১), পিতা-কেছু মিয়া ওরফে কেছু ড্রাইভার, , সাং-চর ঈশ্বরদিয়া , মাহাতাব (৪০), পিতা-মৃতঃ উমন আলী , মোঃ গেন্দু মিয়া (৩৫), পিতা-মৃতঃ সিদ্দিকুর রহমান, মোবাঃ নং-০১৭০০-৯০৮২২২, , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কেওয়াটখালী (কেওয়াটখালী বাজার রেলওয়ে কলোনী) , সর্ব থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এছাড়াও এএসআই (নিঃ) আসাদুজ্জামান থানা এলাকায় সিআর গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত পলাতক আসামী ১। মোঃ মাসুম (৫০), মৃত: আমির উদ্দিন, স্থায়ী: গ্রাম- চক ছত্রাপুর, উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে পুলিশের পক্ষ হতে জানানো হয় ।