তারাকান্দায় প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় মামলা হলেও আসামিরা গ্রেপ্তার হয়নি।
তারাকান্দা প্রতিনিধি।ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরা কেন্দ্র করে প্রতিপক্ষের ২জন আহতের ঘটনা থানায় মামলা হলেও আসামীরা আজও গ্রেপ্তার হয়নি।
জানা গেছে,গালাগাঁও ইউনিয়নের মাইলুরা গ্রামের নুর মাহমুদ,শোশারফ, নায়েব আলীগংদের সাথে পুকুরের মাছ ধরা কেন্দ্র করে হাফিজ উদ্দিনের পুত্র আঃছাত্তার, আঃ বারেক আঃজব্বার গংদর সাথে রিবোধ চলিতে থাকে। ৩ (সেপ্টেম্ব) বৃহস্পতিবার সকালে আাঃ ছাত্তার ও আাঃ জব্বার দুই ভাই চিনাপাড়া বাজারের গেলে নুর মাহমুদ গংরা আটক করে মারধোরের চেষ্টা করে।বাজারে লোকজন নিরাপদ হেফাজতে তাদের ফিরিয়ে বাড়িতে পাঠিযে দেয়।
এ ঘটনার জের ধরে প্রভাবশালী জনবলে শক্তিশালী নুর মাহমুদের দলবল দেশীয় আস্রসস্রে সজ্জিত হয়ে অটোযোগে আঃ ছাত্তার বেপারীর বাড়িতে অনাধিতার প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুরে চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বাধা নিষেধ করলে নুর মাহমুদের লোকজন আঃ বারেক (৫৩),আল-আমিন (১৯) কে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা জখমীদের উদ্ধার করে মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতানে প্রেরণ করে। জখমী ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক।
এ ঘটনা আঃ বারেক বাদী হয়ে নুর মাহমুদ সহ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞত১০/১২ জনের বিরুদ্ধে তারাকান্দা থানা মামলা নং- ৫ (১০) ২০২৪ দায়ের করে।