জাতীয়

তারাকান্দায় ফিশারী পানিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা: শিক্ষার্থীদের ভোগান্তি

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ফিশারী পানিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ঢাকুয়া ইউনিয়নের কাঠুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু চাঁন বিদ্যালয় মাঠ সংলগ্ন ফিশারী খনন করে মৎস্য চাষ করে। ফিশারীর পাড়ে নীচু জমিতে বিদ্যালয় মাঠের অবস্থান হওয়ায় ফিশারীতে সেচ দেওয়ার পানি জমে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে।

বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা ছাড়া ও বিদ্যালয়ের সড়ক ভারী বর্ষণে ভেঙ্গে যাতায়াতে ব্যাঘাত হচ্ছে। বিকল্প পথে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া করলেও সাবেক সভাপতি বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়। ছাত্র অভিভাবক ও স্থানীয়রা জানান,বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশীদের যোগসাজসে সাবেক সভাপতি ও প্রভাবশালী আবু চাঁন বিদ্যালয়ের মাঠে ফিশারীর পানি ছেড়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) স্থানীয়রা এই ভোগান্তির প্রতিকার চেয়ে বিক্ষোভ করেছে।