ত্রিশালে শুকতারা সংঘের চিত্রাঙ্কন ও কবিতা উৎসব
ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী সংগঠন শুকতারা সংঘ শিশু কিশোরদের নিয়ে আয়োজন করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’ ।
সোমবার নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত।
শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খায়রুল বারী সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুকতারা সংঘের সাবেক সভাপতি ইবনে খালেদ, বেলাল উদ্দিন, ইমতিয়াজ আহমেদ পিনাকী, ইমরুল কায়েস, আভ্যন্তরিন ক্রীড়া সম্পাদক সাদিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
চিত্রাঙ্কন, ছড়া, কবিতা আবৃত্তি, রচনা, গান ও নৃত্য প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।