অন্যান্য

দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করতে রবিকে ডিজিটাল সহযোগী হিসেবে বেছে নিলো বিবিএস

ঢাকা, এপ্রিল ২৫, ২০২২: আসন্ন জাতীয় জনশুমারি ও গৃহগণনা ২০২২ পরিচালনায় দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাপ্রদানকারী কোম্পানি রবিকে বেছে নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস); দেশের ইতিহাসে এটিই প্রথম ডিজিটাল জরিপ। চলতি বছরের ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিবিএস ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ জনসংখ্যা ও আবাসন শুমারি পরিচালনা করবে।

এ লক্ষ্যে গতকাল রাজধানীর পরিসংখ্যান ভবনের বিবিএস অডিটোরিয়ামে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন জাতীয় জনসংখ্যা ও গৃহায়ন আদমশুমারি ২০২২-এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন। চুক্তির আওতায় বিবিএস’কে দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালনার জন্য প্রায় ৪ লাখ সংযোগ, ডাটা, এসএমএস বান্ডেল এবং অন্যান্য ডিজিটাল সল্যুশন প্রদান করবে রবি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী রবি’র ৪.৫জি নেটওয়ার্ক ব্যবহার করে সারা দেশের উপাত্ত সংগ্রহ করে ডাটা প্রক্রিয়াকরণের জন্য একটি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করবেন। ডাটা সংযোগসহ কম্পিউটার-অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং (সিএপিআই) সিস্টেম, ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা এবং ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করে প্রতিটি গৃহ থেকে তথ্য সংগ্রহ করা হবে।

বিবিএস’র জোনাল অপারেশনে সহযোগিতার পাশাপাশি প্রস্তুতিমূলক প্রশিক্ষণে ডাটা সংযোগ প্রদান করবে রবি। সুচারুভাবে জনশুমারি পরিচালনার জন্য ডাটা সংযোগ ছাড়াও এসএমএস, লোকেশন ট্র্যাকিং এবং কল সেন্টার পর্যবেক্ষণে ই-সিআরএম সহযোগিতা প্রদান করবে অপারেটরটি।

মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রকল্পটির একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জুন এই মাইলফলক ডিজিটাল প্রকল্পটির কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে ভাষণ প্রদান করবেন।

অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি বলেন, “দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে অবদান রাখে এমন নীতি নির্ধারণের ক্ষেত্রে জরিপের নিখুঁত তথ্য খুব গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে দেশের প্রথম ডিজিটাল জপির পরিচালনায় ডিজিটাল সংযোগ প্রদানের জন্য রবিকেই আমাদের উপযুক্ত সহযোগী বলে মনে হয়েছে।”

রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, “দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার সহযোগী হতে পারায় রবি গর্বিত। এতো বড় একটি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রাখায় বিবিএস’কে ধন্যবাদ। আমাদের উদ্ভাবনী ডিজিটাল সল্যুশনের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।”

One thought on “দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করতে রবিকে ডিজিটাল সহযোগী হিসেবে বেছে নিলো বিবিএস

  • Hello! Do you know if they make any plugins to assist with SEO?
    I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good
    gains. If you know of any please share. Appreciate it!
    You can read similar text here: Eco wool

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *