নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের হাটের উদ্বোধন
নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সূলভ মূল্যের হাটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার উপজেলা পরিষদ চত্বরে উক্ত হাটের শুভ উদ্বোধন করেন।
জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সীমিত আয়ের মানুষের কথা বিবেচনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সূলভ মূল্যে বিক্রির জন্য এ হাট চালু হয়েছে। উক্ত হাটের দোকানগুলোতে পেয়াজ, রসুন, আলু, টমেটো, চিনি, ডাল ও মাছ সহ বিভিন্ন পণ্য বাজার দরের চেয়ে কম মূল্যে বিক্রি করা হচ্ছে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ সহ সুধীজন উপস্থিত ছিলেন।
সূলভ মূল্যের হাট উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রশাসনের আয়োজিত এ হাটের দোকানগুলোতে বাজার দরের চেয়ে সস্তায় নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবে সীমিত আয়ের মানুষ। আশা করছি রমজান মাসে এ হাট চলমান থাকবে।