নান্দাইলে মৎস্য চাষি ও সফল নারী উদ্যোক্তার মাঝে উপকরণ বিতরণ
নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় (২৩ জুন) ১২ জন আরডি চাষিদের উন্নতমানের মৎস্যখাদ্য বিতরণ করা হয়। এছাড়াও এনএটিপি-২ প্রকল্পের আওতায় নান্দাইল উপজেলায় সিপুলা আক্তার খানম (৩৫) একজন সফল নারী উদ্যোক্তাকে মাছ দিয়ে বিভিন্ন ভেলু এডেড প্রোডাক্ট তৈরির জন্য ৩ লক্ষ টাকার উপকরণ যেমন ফ্রিজ, ওভেন, ডিপ ফ্রায়ার, গ্রাইন্ডার, ফ্রাই প্যান, চুলা, রুটি মেকার, সিলিন্ডার, টেবিল প্রভৃতি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, এম পি মহোদয়, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মঞ্জুরুল হক খন্দকার, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মুনসুর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সুধীজন। এ সময় মহিলা উদ্যোক্তাকে সংসদ সদস্য মহোদয় সাধুবাদ জানান এবং এ বিষয়ে তিনি মহান জাতীয় সংসদেও আলোচনা করেছেন বলেও জানান। তার নিজস্ব ধারণা থেকে আরও কিছু ইনোভেটিভ আইডিয়া দেন। আরও এমন উদ্যোক্তা তৈরি করতে মৎস্য দপ্তরকে পরামর্শ দেন সংসদ সদস্য।