নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
শামছ ই তাবরীজ রায়হান
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস-২০২১পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হকের সভাপতিত্বে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
পরে সাংবাদিক অরবিন্দ পাল অখিলের সঞ্চালনায় উপজেলা হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবদেীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ, জেলা পরিষদ সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুকন উদ্দিন, কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. শরাফ উদ্দিন ভূইয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক, প্রেসক্লাব সভাপতি এড. হাবিবুর রহমান ফকির সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু স্মরনে কবিতা, রচনা ও দেশাত্মবোধক গান পরিবেশনে অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন।
অপরদিকে ১৫ই আগস্ট উপলক্ষ্যে নান্দাইল উপজেলা আওয়ামলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে জাতীয় শোক দিবস পালনে জাতির জনককে ফুলেল শ্রদ্ধ্যাঞ্জলি সহ জাতীয় পতাকা অর্ধনিমিত্ত ও বঙ্গবন্ধুর ভাষণ মাইকে প্রচার করতে দেখা গেছে। এছাড়া নান্দাইল উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানেও জাতীয় শোক দিবস কর্মসূচী পালন করতে দেখা গেছে।