বিনামূল্যে বিতরণের প্রায় ৩ টন চাল আটক : থানায় মামলা
শেরপুর প্রতিনিধি :শেরপুরে বিনামূল্যে বিতরণের প্রায় দুই হাজার আটশ সত্তর কেজি চাল আটক করছে যৌথ বাহিনী। এসময় চাল বহনকারী তিনটি ব্যাটারীচালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রোববার (২০ এপ্রিল) দুপুরে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের মাছের আড়তের সামনে থেকে এবং একই ইউনিয়নের হাতিআগলা গ্রামের আব্দুল মিয়ার বাড়ীর পাশ থেকে এসব চাল আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় চালের বস্তা বহনকারী দুইটি ব্যাটারীচালিত অটোরিক্সা আটক করেন। পরে সেখানের আটককৃত অটোরিক্সার চালকদের জিজ্ঞাসাবাদে জানা যায় একই ইউনিয়নের হাতিআগলায় সরকারী চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে। এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে সেখান থেকেও কয়েক বস্তা চাল এবং সরকারী খাদ্য গুদামের খালি বস্তা জব্দ করা হয়। অভিযানে দুই হাজার আটশ সত্তর কেজি চাল আটক করে থানায় আনা হয়।
এঘটনায় দুপুরে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বাবুল আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম হাতি আগলা গ্রামের আব্দুল হকের ছেলে মো. শাহজাহান মিয়া (৩৪) কে একমাত্র আসামী করা হয়।
এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুবায়দুল আলম জানান, থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামী গ্রেফতারের ব্যাপারে অভিযান চলমান রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।