অন্যান্য

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলের স্মরণসভা পালিত

নালিতাবাড়ী প্রতিনিধি ঃ শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল স্মরণে সেঁজুতি বিদ্যানিকেতন ও নাট্যশ্রমীর আয়োজনে বুধবার বিকাল সাড়ে চারটায় সেঁজুতি অঙ্গনে (৫ জুলাই) স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান এর সভাপতিত্বে ও নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ হাকাম হীরা,নবরূপীর সভাপতি বাবু শ্যামল দত্ত,প্রেসক্লাবের সাবেক সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা, প্রেসক্লাব,নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল এর একমাত্র পুত্র ইয়াছিন আরাফাত প্রান্তিক প্রমুখ।

উল্লেখ্য- আব্দুল হালিম উকিল ১৯৭১ সালে কিশোর বয়সে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। এরপর ১৯৭২ সালে নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৭৫ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হোন এবং জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় অস্ত্র হাতে প্রতিরোধে অংশ নেন। ১৯৭৬ সালে নালিতাবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯৭৭ সালে নালিতাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৮ সালে আব্দুল হালিম উকিল কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য মনোনীত হন। ১৯৮৪ সালে নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৫ সালে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং ১৯৯৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে নালিতাবাড়ী পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০০৪ সালে মেয়র নির্বাচিত হন। গত ৫ জুলাই রাতে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হালিম উকিল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *