ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ
আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধি : উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নের বরাঈদ গ্রামে এক হতদরিদ্রের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভুক্ত ভোগী পরিবারটি ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছে। জানা যায় এক যুগ পূর্বে বরাঈদ গ্রামের কৃঞ্চপুর এলাকার নায়েব আলীর নিকট হতে ১৬ শতক জমি ক্রয় করে দীর্ঘ দিন যাবৎ বস বাস করে আসছে একই এলাকার আঃ মোতালেব, এরই মাঝে নায়েব আলীর মৃত্যু হলে তার ওরিশান গণ মোতালেবের চলাচলের রাস্তা বন্দ করে দেয়, ফলে চরম বিপত্তির মুখে পড়ে পরিবারটি । বিষয়টি নিয়ে পূর্বেও মোতালেব স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ তৎ কালীন নিবার্হী অফিসার বরাবর অভিযোগ দায়ের করলেও কার্যত কোনো কাজই হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায় চলাচলের এক মাত্র রাস্তাটি বন্ধ থাকার কারণে বাড়ির পাশের জঙ্গল দিয়ে চলাফেরা করতে হচ্ছে পরিবারের সদস্যদের । বিষয়টি সুরাহা পেতে মোতালেব বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। মোতালেব জানান, জমি ক্রয় করার পর থেকে আমরা নির্বিঘ্নে চলাফেরা করে আসছি। জমির মালিক মারা যাওয়ার পর শাহিন ও বিল্লাল গংরা চলাচলে বাধাঁ প্রদান করে, বিষয়টি নিয়ে আমি জমি দাতাতের সাথে একাধিকবার বসে সুরাহার চেষ্টা করলেও তারা রাজি হয়নি, উল্টো কম্পানির নিকট আরো কিছু জমি বিক্রি করে দেয়। বর্তমানে কোম্পানি তাদের ক্রয়কৃত সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করলে আমাদের চলাচলের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয় বিষয়টি নিয়ে জানতে চাইলে শাহীন গংরা নানান হুমকি ভয়ভীতি প্রদর্শন করে আসছে। আমি আইনি সহায়তা পেতে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে অভিযুক্ত শাহিন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোঠোফোনটি বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাদাত হোসেন জানায় লিখিত অভিযোগ পেয়েছি ।তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।