ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ ডায়াবেটিক সমিতির আয়োজনে সোমবার স্থানীয় একটি হোটেলে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এ.কে. এম মূসা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা ও ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম খান।
ইফতার মাহফিলের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রনে চিকিৎসা সেবা গ্রহণ, খাদ্যভাস পরিবর্তন এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে। ডায়াবেটিক সমিতি নাম মাত্র মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। তিনি বলেন, প্রাচীন বিভাগীয় এ জেলা শহরে ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে জেলা প্রশাসন সাধ্যমত সহযোগিতা দিয়ে যাবে। এ সময় ময়মনসিংহের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ডোনার সদস্য ও সাধারণ সদস্যগণসহ কার্যকরী কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বক দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী। দোয়া অনুষ্ঠানের আগে সমিতির সাংগঠনিক সম্পাদক নজীব আশরাফ একটি নাতে রাসূল (স:) পরিবেশন করেন।