মাইজখাপনের টি–টেন নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাইজখাপনের হাজিরগলের বন্দের বাড়িতে বিজয় দিবস টি-টেন নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এড শেখ মাসুদ ইকবাল।বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মুসলিম উদ্দিন, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের সভাপতি সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী। এতে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী এড মো: হাফিজ উদ্দীন।
খেলায় পাওয়ার হিটারস দলের ক্রিকেটাররা ৭২ রান করে বিজয় লাভ করে। মাইটি টাইটান্স এর খেলোয়াররা ৬৫ রান করে অল আউট হয়ে যায়। এতে করে ৭ রানের ব্যবধানে বিজয় হয় পাওয়ার হিটারস দলের ক্রিকেটাররা।
মাইটি টাইটান্স দলের খেলোয়াররা হলেন,উজ্জ্বল (অধিনায়ক) আহসান, রিপন, জয়,বরকত,আজিজ,শহিদুল,অয়ন,সুমন,রবিন,সানি। পাওয়ার হিটারস টিমের খেলোয়াররা হলেন পাভেল (অধিনায়ক) রাজন, পলাশ, আরিফ, শুভ,সোহাগ, জনি,সায়েম,সাজিদ,নাহিদ,জুনায়েদ। খেলাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় হাজিরগল বয়েস ক্লাবের সদস্যরাসহ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।