জাতীয়সাহিত্য ও দর্শন

মুক্তাগাছা সাহিত্য সংসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছা সাহিত্য সংসদের তৃতীয় দ্বি-বার্ষিক সম্মেলন ও নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় পৌর মার্কেটের তিনতলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক শাখাওয়াত বকুলের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী ইদ্রিস, কবি হাবিবুর রহমান হীরা, কবি সরকার নজরুল, কবি শফিক সিদ্দিকী, কবি ও সম্পাদক সেলিম সাইফুল, কবি জীবন রবি, কবি রাশিদুল আলম শিমুল, নাদিম ফকির, রঞ্জন কুমার দে, সিহাবুর রহমান সুপ্ত, জুনায়েদ হাসান, নরেন্দ্র চন্দ্র দাস, রোমান নুর ইসলাম, জুবাইর আহমেদ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কবি সুরঞ্জিত বাড়ই সভাপতি, কবি সৌহার্য্য ওসমান সাধারণ সম্পাদক ও লোকগবেষক মাসুদ পারভেজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

তিনটি পদে নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার ড. নাজিমুল ইসলাম, সহকারী কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন ও ডা. কামাল হোসেন দায়িত্ব পালন করেন। নবানির্বাতি শীর্ষ তিন নেতা পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির বাকি পদগুলো পূরণ করবেন।