যুক্তরাষ্ট্র বিশ্বের এক নম্বর হ্যাকার দেশ: চীনা মুখপাত্র
সিআরআই: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ(সোমবার) বেইজিংয়ে বলেন, বাস্তবতা প্রমাণ করছে যে, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের এক নম্বর হ্যাকার ও বড় ধরণের গোপন চোর।
তিনি বলেন, বিশ্ববাসী জানে যে, যুক্তরাষ্ট্র শুধু তার প্রতিযোগীদের গোপন বিষয় চুরি করে তা নয়, বরং তার নিজের মিত্রদের গোপন বিষয়ও চুরি করে। যদিও যুক্তরাষ্ট্রের মিত্রদেশসমূহে তা গ্রহণযোগ্য নয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যুরো ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ডেনমার্কের সামরিক গোয়েন্দা বিভাগের সাথে সহযোগিতা চালিয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র ইন্টারনেটের মাধ্যমে সুইডেন, নরওয়ে, জার্মানি ও ফ্রান্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর গোয়েন্দা নজরদারি চালায়।