জাতীয়

শেরপুরের নকলায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান

শেরপুরের নকলায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,শেরপুর জেলার নকলা উপজেলার চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। শেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো: মনিরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিরি বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক, মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: রাকিবুল ইসলাম পিভিএম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি শেরপুর, হরিদাসী রানী সাহা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নকলা, শেরপুর ও মো: আরিফুল ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, নকলা, শেরপুর।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেধাক্রমানুসারে ৩ জন প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদানসহ সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদপত্র প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে সংশ্লিষ্ট গ্রাম হতে বাছাইকৃত ১৮ হতে ২৫ বছর বয়সী ৬৪ জন তরুন-তরুনী সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন।