শ্রীবরদীতে পাহাড়ি জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বেসরকারি এনজিও আশা’র উদ্যোগে শ্রীবরদী পাহাড়ি জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর দিনব্যাপী শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকায় আশার অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে পাহাড়িয়া প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন রোগে আক্রান্ত রোগী সেবা নিতে আসেন।
মেঝপাড়া এলাকার আকবর আলীর স্ত্রী মোছাঃ বেদেনা বেগম (৫৫) বলেন, আমি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করার জন্য এসেছি, বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে আমি খুশি।
বৈষ্ণবপাড়া গ্রামের ফিরোজ আলমের স্ত্রী মোছাঃ শেফালী বেগম (৫০) বলেন, আমি কোমরের ব্যথা ও ডায়াবেটিস পরীক্ষা করার জন্য এসেছি। এখানে চিকিৎসা নিতে কোন টাকা পয়সা লাগে না। ফ্রি সেবা পাচ্ছি।
বুধবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফকরুজ্জামান কালু
এসময় উপস্থিত ছিলেন ব্রাঞ্চের ম্যানেজার জুলফিকার আলী, হেলথ সেন্টার ইনচার্জ আল-আমিনসহ অনেকেই।
ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত পাহাড়ি এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপের পরিমাপ করা হয়।
12 In standard doses, routine exams are sufficient for monitoring, while symptomatic individuals should be examined within the week priligy walmart
Bimonthly, continuous IV infusion schedule of fluorouracil leucovorin LV5FU2 or deGramont regimen also evaluated as adjuvant therapy and shown to be safer than direct IV injection regimen of these drugs finasteride mexico Antidepressants Selected antidepressants used in cancer patients are listed in Table 1