সাপ্তাহিক হালচাল
আগামী বছর নয়, এখনই টিকা দরকার : তেদরোস
টিকার বিতরণ ছাপিয়ে মহামারি দ্রুতগতিতে ছুটছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছাড়া জি-৭ নেতারা দরিদ্র দেশগুলোর জন্য ১০০ কোটি ডোজ টিকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা যথেষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, জি-৭ নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা খুবই ছোট পদক্ষেপ। এটি অনেক দেরিতে দেওয়া হয়েছে। মোট ১ হাজার ১০০ কোটি ডোজ টিকার প্রয়োজন।
পুতিনের ‘সীমা বেঁধে’ দেবেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লাল দাগ টেনে দিতে যাচ্ছেন তিনি। গত সোমবার ন্যাটোর মিত্রদের সঙ্গে নিয়ে মস্কো ও বেইজিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে পথচলার ঘোষণা দেন বাইডেন।ন্যাটোর সম্মেলনে বক্তব্যের সোমবার পর বাইডেন বলেছেন, ‘আমি রাশিয়ার সঙ্গে সংঘর্ষে যাচ্ছি না। তবে রাশিয়া যদি তাদের ক্ষতিকর কর্মকা- চালিয়ে যায়, তবে আমরা তার জবাব দেব।’ তিনি পুতিনকে ‘কঠোর’ নেতা হিসেবেও উল্লেখ করেন।
চীনের সামরিক হুমকি নিয়ে সতর্ক করল ন্যাটো
চীনের সামরিক হুমকির বিষয়ে সতর্ক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ন্যাটো নেতারা বলেছেন, চীন তাদের পরমাণু শক্তি দ্রুত বৃদ্ধি করছে। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে চীন তাদের সেনাবাহিনীর আধুনিকায়ন করছে।ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সতর্কতা জারি করে বলেছেন, চীন সামরিক ও প্রযুক্তিগত দিক দিয়ে ন্যাটোর নিকটবর্তী হতে চলেছে। তিনি বলেন, ন্যাটো জোট চীনের সঙ্গে নতুন কোনো স্নায়ুযুদ্ধ চায় না।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শপিং মল কোম্পানির দেউলিয়া ঘোষণার আবেদন
করোনার বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অনেক কিছুই বদলে যাচ্ছে। তার মধ্যে অন্যতম ব্যবসা-বাণিজ্য। আলোঝলমলে শপিং মল কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে যে ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছে, তাতে পরিবর্তন আসছে। তার সবশেষ উদাহরণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শপিং মল কোম্পানির নিজেদের দেউলিয়া ঘোষণা করার আবেদন।ওহাইওভিত্তিক শপিং মল কোম্পানি ‘ওয়াশিংটন প্রাইম গ্রুপ’ স্থানীয় সময় ১৪ জুন আদালতে এ আবেদন জানিয়েছে। দেউলিয়া ঘোষণার আবেদন করে কোম্পানিটি দেনা থেকে দায়মুক্তির আরজি জানিয়েছে। এ আবেদন গৃহীত হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে থাকা কোম্পানিটির শতাধিক শপিং মল চিরতরে বন্ধ হয়ে যাবে।
আগামী বছর নয়, এখনই টিকা দরকার : তেদরোস
টিকার বিতরণ ছাপিয়ে মহামারি দ্রুতগতিতে ছুটছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ছাড়া জি-৭ নেতারা দরিদ্র দেশগুলোর জন্য ১০০ কোটি ডোজ টিকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা যথেষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, জি-৭ নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা খুবই ছোট পদক্ষেপ। এটি অনেক দেরিতে দেওয়া হয়েছে। মোট ১ হাজার ১০০ কোটি ডোজ টিকার প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শপিং মল কোম্পানির দেউলিয়া ঘোষণার আবেদন
করোনার বাস্তবতায় যুক্তরাষ্ট্রের অনেক কিছুই বদলে যাচ্ছে। তার মধ্যে অন্যতম ব্যবসা-বাণিজ্য। আলোঝলমলে শপিং মল কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে যে ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছে, তাতে পরিবর্তন আসছে। তার সবশেষ উদাহরণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শপিং মল কোম্পানির নিজেদের দেউলিয়া ঘোষণা করার আবেদন।ওহাইওভিত্তিক শপিং মল কোম্পানি ‘ওয়াশিংটন প্রাইম গ্রুপ’ স্থানীয় সময় ১৪ জুন আদালতে এ আবেদন জানিয়েছে। দেউলিয়া ঘোষণার আবেদন করে কোম্পানিটি দেনা থেকে দায়মুক্তির আরজি জানিয়েছে। এ আবেদন গৃহীত হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে থাকা কোম্পানিটির শতাধিক শপিং মল চিরতরে বন্ধ হয়ে যাবে।
After looking into a handful of your blog posts, I truly appreciate your unique blogging style. Added to my bookmarks, and I’ll revisit shortly. Visit my website and tell me what you think.
In my opinion, this blog is genuinely great. Excited to read more. Truly fantastic.
better business bureau online pharmacy priligy What the medication is used for
2759 Descriptions of hypereosinophilic syndrome prior to the discovery of the FIP1L1 PDGFRA fusion can i purchase cheap cytotec