হোসেনপুর পৌরসভায় মাষ্টার প্ল্যান প্রণয়নের লক্ষে মতবিনিময় কর্মশালা
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভাকে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন,সুপরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে নগর পরিচালন ও অবকাঠামো উন্নিতকরন প্রকল্পের আওতায় পৌরসভার ৫ বছর, ২০ বছর এবং ৫০ বছর মেয়াদী সড়ক অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা,পানি নিষ্কাশন অবকাঠামো উন্নয়ন,পানি সরবরাহ অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবহার, আবাসন পরিকল্পনা, সলিড ওয়াসড ম্যানেজম্যান্ট পরিকল্পনা প্রণয়নে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মতবিনিময় সভার আয়োজন করে হোসেনপুর পৌরসভা।মতবিনিময় সভায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন পৌর প্রশাসক ফরিদ-আল-সোহান, সহকারী কমিশনার( ভূমি) ।
কর্মশালায় হোসেনপুর পৌরসভার শহর সমন্বয়ক কমিটির মধ্যে পৌরসভা কর্মসম্পাদন সহায়ক কমিটির সকল সদস্য,ডিপিএইচই,পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দারিদ্র বিমোচনসহ সহযোগী সংগঠনের প্রতিনিধি, ডাক্তার, আইনজীবীসহ,বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি,স্থানীয় এনজিওর প্রতিনিধি , নাগরিক সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ,পৌর এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি, পৌরসভার বিভাগীয় প্রধানগন ও শাখা কর্মকর্তাগন এবং মাস্টার প্ল্যান প্রণয়ন কাজে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।