অন্যান্যজাতীয়

২৫ জুনের মধ্যে লোকাল গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২৫ জুনের মধ্যে সকল বকেয়া পাওনাসহ ঈদবোনাস পরিশোধ করার আহবান জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।শ্রমিক সংঘের সভাপতি আহমেদ সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিকের সঞ্চালনায় বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের শাখা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সমাবেশটিতে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘের সহ-সভাপতি মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মানিক প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বঙ্গমার্কেটে অগ্নিকান্ড ঘটনার দোহাই দিয়ে এখনো অনেক মালিকরা শ্রমিকদের বেতন বোনাস থেকে বঞ্চিত করছে। জিনিসপত্রের লাগামহীন উর্দ্ধগতিতে যেখানে শ্রমিকদের মহার্ঘভাতা ও রেশনিং প্রদান করার কথা, সেখানে শ্রমিকদের প্রাপ্য বেতন বোনাস থেকে বঞ্চিত করা হচ্ছে। বঙ্গমার্কেটে অগ্নিকান্ডে অনেক মালিকরা বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা ও প্রণোদনা পেলেও শ্রমিকরা তাদের বেতন বোনাস পর্যন্ত পাচ্ছে না। তাই ২৫ জুনের মধ্যে সকল বকেয়াসহ বেতন বোনাস পরিশোধ করার জন্য নেতৃবৃন্দ লোকাল গার্মেন্টস এর মালিকদের প্রতি আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *