জাতীয়

অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহিদ পরিবারের সদস্যরা, পাশে থাকার অঙ্গীকার সারজিসের

অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহিদ পরিবারের সদস্যরা, পাশে থাকার অঙ্গীকার সারজিসের

শহর প্রতিনিধি,ময়মনসিংহ :অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহিদ পরিবারের সদস্যরা, পাশে থাকার অঙ্গীকার করেন সারজিস আলম। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ময়মনসিংহ বিভাগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ৫৫ পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ৫৫ জন শহিদ পরিবারের হাতে অনুদানের চেক প্রদান করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহিদ পরিবারের সদস্যরা। সবসময় পাশে থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেন সমন্বয়ক সারজিস আলম।

বৈষম্যবিরোধী আন্দোলনে ময়মনসিংহ বিভাগে শহিদ হন ৯৩ জন। আহত হন আরও অনেকে। তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন।
একমাত্র সন্তানের পড়াশোনার জন্য ঢাকায় পাড়ি জমিয়েছিলেন নগরীর পুরোহিত পাড়ার সামিরা জাহান মনি। থাকতেন ঢাকার আজিমপুরে। ছেলে আব্দুল্লাহ আল মাহিনকে ভর্তি করিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং বিভাগে। আজিমপুরে ৪ আগস্ট ছেলের মাথায় দুটি গুলি লাগে ওইদিন রাত ১২ টায় সে হাসপাতালে মারা যায়। এরপর সবকিছু গুটিয়ে ময়মনসিংহ চলে আসেন।

অনুদানের চেক পেয়ে দুচোখের পানি ফেলে সামিরা জাহান মনি বলেন, “একমাত্র সন্তানকে হারিয়ে আজ আমি একাকীত্ব জীবন যাপন করছি। সন্তানের রক্তে যে দেশ পেয়েছি সেটা ভালো চলুক, এর চেয়ে আর চাওয়ার কিছু নেই।”

অনুষ্ঠানে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের স্বচ্ছতা বজায় রাখতে আহত এবং শহীদদের সঠিক তথ্য সংগ্রহে কাজ করার কথা জানিয়ে তাদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সারজিস আলম।