অন্যান্যজাতীয়

অর্থাভাবে থেমে আছে চিকিৎসা; সংসারের হাল ধরা মোনায়েমের হাল ধরবে কে!

উজ্জ্বল সরকার ,হোসেনপুর (কিশোরগঞ্জ): আজ থেকে প্রায় ৮ মাস আগের কথা। দরিদ্র পরিবার; তাই দিনমজুর পিতার সাথে সংসারের হাল ধরতে বিদ্যুৎ লাইনে কাজ নিয়েছিলো মোহাম্মদ মোনায়েম নামের ২৬ বছরের এক যুবক। কাজ করতে গেলে হাজিরা হিসেবে প্রতিদিন ৬০০ টাকা পেতো সে। এভাবে কাজ করে দরিদ্র পিতার সাথে সংসারের হাল ধরেছিলো সে। একদিন বিয়ে করে বউ নিয়ে সে সংসারে। ভালোই দিন কাটছিলো তার। তারপর একদিন অন্ধকার নেমে আসে তার জীবনে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় বিদ্যুৎ এর লাইনে কাজ করতে গিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ফোরম্যানের ভুল নির্দেশে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে  মাটিতে ছিটকে পড়ে তার মেরুদন্ড ভেঙে যায়।
তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে। পরিবার ও আত্নীয় স্বজনের চেস্টায় পাঁচ লক্ষাধিক টাকা খরচ করে তার মেরুদন্ডে ছয়টি রিং পড়ালেও ওঠে বসতে পর্যন্ত পারছে না। শুয়ে থাকতে থাকতে অপারেশনের জায়গায় ঘাঁ হয়ে পড়েছে।বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা থেমে আছে। তাই সমাজের বিত্তশালীদের প্রতি সহযোগিতা কামনা করেছেন মোহাম্মদ মোনায়েম।
বুধবার সকালে সরেজমিনে কথা বলতে গেলে আকুল কন্ঠে মোনায়েম বলেন, ‘শ্রীপুরে ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতাম। কাজ করতে গেলে হাজিরা হিসেবে ৬ শত টাকা পেতাম। সে দিন বৃষ্টি ছিলো। শরীরটাও বেশি ভালো ছিল না। যে জন্য ওই দিন কাজে যেতে ইচ্ছে হইছিল না। ফোরম্যানকে মোবাইলে না করছিলাম আজ কাজে যাবো না। তবুও পিকআপ পাঠিয়ে দিল কাজে যাওয়ার জন্য।’
তিনি আরও বলেন,’সাতকামাইরে কাজে নিয়ে ফোরম্যান বলছে লাইন বন্ধ। তার নির্দেশে খুঁটিতে উঠি। অথচ  লাইন বন্ধ নিশ্চিত না করেই দমক দিয়ে খুঁটিতে উঠতে বলেন। খুঁটিতে উঠতেই  বাতাসে খুঁটির সাথে বৈদ্যুতিক তার  বাড়ি খেয়ে খাম্বাসহ লাইন কারেন্ট হয়ে যায়। পরে শক খেয়ে মাটিতে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায়।’
মোনায়েম এর পিতা মো. কাঞ্চন মিয়া বলেন, তার মেরুদণ্ডে ছয়টি রিং পড়ানো হয়েছে। চিকিৎসা বাবদ পাঁচ লাখ টাকা খরচ করে নি:স্ব হয়ে গেছি। ভিটেমাটি ছাড়া সহায় সম্বল বলতে আর কিছুই নেই।  ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক কিছু টাকা দিলেও এখন আর কোন খোঁজ খবর নিচ্ছেন না। এলাকাবাসীর সহায়তায় এ পর্যন্ত চিকিৎসা করে আসলেও আমার ছেলেটা ওঠে বসতে পর্যন্ত পারছে না। শুয়ে থাকতে থাকতে অপারেশনের জায়গায় ঘাঁ হয়ে পড়েছে।