অন্যান্যজাতীয়

অর্ধেক আসনে বর্ধিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে এনা ট্রান্সপোর্ট

স্টাফ রিপোর্টার:  স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা অনুযায়ী ৫০% যাত্রী নিয়ে এবং ৬০% ভাড়া বৃদ্ধি করে এনা ট্রান্সপোর্ট (প্রাঃ) লিঃ এর সকল রুটের ( জনপ্রতি প্রতি সিটের) নির্ধারিত নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। ট্রান্সপোর্টটির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে । বিভাগীয় জোন হিসেবে ভাড়ার তালিকা নিম্নে উল্লেখ করা হলো।  ময়মনসিংহ জোনঃ- ঢাকা-ময়মনসিংহ = ৩৫০ টাকা। (নন এসি)  চট্টগ্রাম জোনঃ-ঢাকা-চট্টগ্রাম= ৭৭০ টাকা (নন এসি), ঢাকা-চট্রগ্রাম=১০০০ টাকা(হিনো ১জে এসি),  গাজীপুর-চট্টগ্রাম=৮০০ টাকা(নন এসি), গাজীপুর-চট্টগ্রাম=১১০০ টাকা(হিনো এসি), সিলেট-চট্টগ্রাম= ১১২০ টাকা (নন এসি), সুনামগঞ্জ-চট্টগ্রাম=১২৮০ টাকা (নন এসি), ঢাকা, কক্সবাজার=১২৮০ টাকা(নন এসি), ঢাকা-কক্সবাজার=১৫০০ টাকা(হিনো এসি), ঢাকা-কক্সবাজার=২২০০ টাকা(হুন্দাই এসি)
গাজীপুর-কক্সবাজার=১৩০০ টাকা(নন এসি), গাজীপুর-কক্স =১৬০০ টাকা (হিনো এসি), সিলেট-কক্সবাজার= ২০০০ টাকা(হিনো এসি), ©সিলেট জোনঃ-, ঢাকা-সিলেট = ৭৫০ টাকা(নন এসি), ঢাকা-সিলেট = ১৫০০ টাকা(হুন্দাই এসি)
গাজীপুর-সিলেট=৭৭০ টাকা(নন এসি), ঢাকা-শায়েস্তাগঞ্জ=৫৫০ টাকা(নন এসি), ঢাকা- শায়েস্তাগঞ্জ=১২০০ টাকা(হুন্দাই এসি), ঢাকা-হবিগঞ্জ = ৫৫০ টাকা (নন এসি), ঢাকা-মৌলভীবাজার=৬৪০ টাকা(নন এসি), ঢাকা-শ্রীমংগল= ৬৪০ টাকা (নন এসি), ঢাকা-বিয়ানীবাজার= ৮০০ টাকা (নন এসি), ঢাকা- সুনামগঞ্জ = ৮৮০ টাকা( নন এসি), ©রংপুর জোনঃ-, ঢাকা-রংপুর = ৯০০ টাকা (নন এসি), ঢাকা-রংপুর= ১১০০ টাকা (হিনো ১জে এসি), ঢাকা- কুড়িগ্রাম=১০০০ টাকা(হিনো নন এসি)
ঢাকা- চিলমারী=১১০০ টাকা(নন এসি), ঢাকা- উলিপুর= ১১০০ টাকা(নন এসি), ঢাকা- নাগেশ্বরী=১১০০ টাকা(নন এসি)
ঢাকা- ভুরুংগামারী =১১০০ টাকা (নন এসি), সিলেট-রংপুর= ১২৮০ টাকা। (নন এসি) ।  উল্লেখিত ভাড়া করোনা সংক্রমণ চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ভাড়া পূর্বের ন্যায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *