আই ফার্মা লিঃ ময়মনসিংহ বিভাগীয় অফিসের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
শহর প্রতিনিধি ময়মনসিংহঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আই ফার্মার লি: ময়মনসিংহ বিভাগ এর পক্ষ হতে ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধা জানান।
আইফার্মার একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষি সম্পর্কিত ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ সর্বাধিকীকরণের জন্য কাজ করে। তাদের কাজের মধ্যে রয়েছে কৃষকদের অর্থায়ন, ইনপুট, কৃষি সংক্রান্ত পরামর্শ এবং বাজারে অনুপ্রবেশে/এক্সেসে সহায়তা করা। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রান্তিক কৃষকদের মাঝে আইফার্মা তাদের সেবা পৌছে দিচ্ছে।
মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আই ফার্মার লি: ময়মনসিংহ বিভাগের এগ্রি ইনপুট বিভাগের এরিয়া ম্যানেজার ও তাদের সকল সদস্যবৃন্দ।