জাতীয়রাজনীতি

আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নান্দাইল প্রতিনিধি: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য, সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নান্দাইল বাজার থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নান্দাইল বাজার উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সাবেক পৌর মেয়র এফ এম আজিজুল ইসলাম পিকুল বলেন,বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের অবমাননা করা। ভারতের আগ্রাসনমুক্ত বাংলাদেশ গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে। বহু ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিলীন হতে দেব না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে নিয়ে নীলনকশা আঁকছে তাদের উদ্দেশ্য কোনোদিন বাস্তবায়ন হবে না। একজন বাংলাদেশি বেঁচে থাকতে ভারতের গোলামি করব না। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না।

এ সময় বক্তব্য রাখন সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, ময়মনসিংহ উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব, বিএনপি নেতা বাবু পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির,আকরাম হোসেন ফেরদৌস, এমদাদুল হক প্রমূখ। #
(ছবি সংযুক্ত)