জাতীয়

আগামিকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এনডিএফ’র বিক্ষোভ সমাবেশ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আগামিকাল (১১ আগষ্ট) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মি, শুভাকাংখী-শুভানুুধ্যায়ীসহ গণমাধ্যমের কর্মিদের উপস্থিত থাকার জন্য এক বিবৃতিতে আহবান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এদেশে মার্কিন অবস্থান আরও শক্তিশালী করার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক রণনীতির প্রেক্ষিতে বাংলাদেশকে সা¤্রাজ্যবাদী আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার বিপদ আরও বৃদ্ধি পেয়েছে। তিনি সংখ্যালঘু সকল জাতি, ধর্মের মানুষের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং সাম্প্রদায়িক শক্তি ও উগ্র-জাতীয়তাবাদী শক্তিকে প্রতিহত করার জন্য জনগণের প্রতি আহবান জানান। একই সাথে আওয়ামী স্বৈরতান্ত্রিক সরকারের সকল অপকর্মের শে^তপত্র প্রকাশ করার দাবি জানান। বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে সাম্রাজ্যবাদী শক্তি চীন ও রাশিয়া এদেশকে আরও অস্থিতিশীল করতে বিভিন্ন পাঁয়তারা চালাবে। সাম্রাজ্যবাদীদের এসব তৎপরতার বিরুদ্ধে দেশের শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা করতে হবে। এ প্রেক্ষিতে আগামিকালকের কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি তিনি উদাত্ত আহবান জানান। ( প্রেস বিজ্ঞপ্তি)