আগামীকাল স’মিল শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার আহবান
স’মিল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, গণতান্ত্রিক শ্রমআইন ও শ্রমবিধি প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন বাস্তবায়ন এবং চাল, ডাল তেলসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি রোধ এবং স্বল্পমূল্যে স্বর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ টায় সিলেট কোর্ট পয়েন্টে বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে উপস্থিত থাকবেন ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসসহ ফেডারেশনভুক্ত সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার ৯টি রেজিষ্ট্রার্ড ইউনিয়নের নেতাকর্মীরা। উক্ত বিভাগীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল সফল করার জন্য সিলেট বিভাগের স’মিল শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন।
প্রেস বিজ্ঞপ্তি