অন্যান্য

আজ হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন । কে পাচ্ছেন সভাপতি সম্পাদকের দায়িত্ব

মোঃ বাবুল হোসেন : দীর্ঘ ৯ বছর পর আজ হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে। এবারের সম্মেলনে অনুষ্ঠিত হবে রাংরাপাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর প্রমোদ মানকিন অডিটোরিয়ামে। সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ জহিরুল হক খোকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অসীম কুমার উকিল, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং ও সাংসদ জুয়েল আরেং। প্রধান বক্তা হিসেবে থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়াও সম্মেলনে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার কবিরুল ইসলাম বেগ । উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট কমিটি থাকলেও মূলত সভাপতি-সম্পাদক পদ নিয়ে টানাপোড়েন চলছে। কে হবেন সভাপতি সাধারণ সম্পাদক ? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। সভাপতি পদে তিনজনের নাম আসলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের মাঝে এরমধ্যে প্রথম অবস্থানে আছেন বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং। অপরদিকে রয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম ব্যাগ সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও তৃণমূল পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা হবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, পৌর মেয়র উপজেলা আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা, আরেক যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন ও ভুবনকুড়া ইউপি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সুরুজ মিয়া । প্রয়াতঃ সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি ও প্রয়াত ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ খুরশিদ আলম ভূঞার মৃত্যুর পর দীর্ঘদিন দুটিপদ খালি থাকে। ভারপ্রাপ্ত দিয়ে চলছে উপজেলা আওয়ামীলীগ । অবশেষে আজ সম্মেলনের মাধ্যমে ভারপ্রাপ্ত কথাটির চিরবিদায় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *