জাতীয়রাজনীতি

আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় জাতীয় ছাত্রদলের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

আদিবাসী ছাত্রজনতার মিছিলে গতকাল (১৫ জানুয়ারি) বুধবার হামলার ঘটনায় জাতীয় ছাত্রদলের সভাপতি তৌফিক হাসান পাপ্পহ ও সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এনসিটিবি কর্তৃক নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদ থেকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা” ব্যানারে এনসিটিবি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পরিকল্পিতভাবে “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামক একটি সংগঠনের হামলায় ১০-১৫ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রদল জাতীয় কার্যকরী সংসদ।

নেতৃদ্বয় বলেন, রাজধানী ঢাকায় এনসিটিবির সামনে পুলিশের উপস্থিতিতে একটি উগ্রজাতীয়তাবাদী মনোভাবাপন্ন সংগঠন কিভাবে পাহাড়িসহ দেশের ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থী-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করতে পারে? আমরা এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করছি।

নেতৃদয় বলেন, সকল জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। কিন্তু উগ্রবাঙ্গালী জাতীয়তাবাদের প্রভাবে ক্ষুদ্র জাতিসত্ত্বাসমূহের অধিকারকে খর্ব করা হচ্ছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর উগ্র- বাংগালী জাতীয়তাবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা শ্রেণিগত ঐক্যের মাধ্যমে সকল জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণের অধিকারকে হরণ করে আসছে।
নেতৃদ্বয় উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজধানীর মতো জায়গায় এরকম বর্বরোচিত হামলা অনেক প্রশ্নের সৃষ্টি করেছে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী বিগত স্বৈরাচারী শক্তির মতই তার প্রতিক্রিয়াশীল স্বরুপ উন্মোচন করছে।
নেতৃদ্বয় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে দাবি জানান।