জাতীয়রাজনীতি

আদৌ কি সুদৃঢ় আগামীর পথ দেখাবে বাজেট?

ডয়েচে ভেলে:  করোনা মহামারির মধ্যে দ্বিতীয় বাজেট প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল৷ এ বাজেটে বাড়েনি ব্যক্তির করমুক্ত আয় সীমা৷ তবে কমানো হয়েছে কর্পোরেট কর৷ আবার নারীদের ক্ষুদ্র ব্যবসায় করমুক্তির সীমা বেড়েছে ৪০ ভাগ৷

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশি৷ এর মধ্যে উন্নয়ন ব্যয়ের আকার ধরা হয়েছে দুই লাখ ৩৭ হাজার কোটি টাকার, যা গত বছরের চেয়ে প্রায় ৩০ হাজার কোটি বেশি৷ আসছে অর্থবছরে সরকারের মোট ব্যয়ের অর্ধেকের বেশি প্রায় ৩ লাখ ৬২ হাজার কোটি টাকাই খরচ হবে সরকারের পরিচালন ব্যয়ে৷ প্রায় সাড়ে ১১ শতাংশ যাবে সুদ মেটাতে যার আকার ৭০ হাজার কোটি টাকা৷ এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের বিপরীতে সুদ দিতে হবে ৬২ হাজার কোটি, আর বৈদেশিক ঋণের সুদ মেটাতে যাবে সাড়ে ছয় হাজার কোটি টাকা৷

কোন খাতে কত বরাদ্দ?

খাতভিত্তিক ব্যয়ে হিসাবে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে জনপ্রশাসন৷ ৬৯ হাজার ৭৫৫ কোটি টাকাই যাবে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে৷ ১৫ দশমিক সাত শতাংশ অর্থ খরচ হবে শিক্ষা ও প্রযুক্তি খাতে৷ পরিবহণ ও যোগাযোগে ব্যয় হবে প্রায় ১২ শতাংশ৷ এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে সাত শতাংশ, প্রতিরক্ষায় ছয় দশমিক দুই শতাংশ, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে পাঁচ দশমিক সাত শতাংশ, স্বাস্থ্যে পাঁচ দশমিক চার শতাংশ, কৃষিতে পাঁচ দশমিক তিন শতাংশ অর্থ ব্যয় করা হবে৷

টাকা আসবে কোথা থেকে?

বৈদেশিক অনুদান মিলিয়ে বাজেটে আয় ধরা হয়েছে তিন লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকার৷ সে হিসেবে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার টাকার বাজেটে ঘাটতি প্রায় এক তৃতীয়াংশ৷ রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা৷ এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের জন্য তিন লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্য দেয়া হচ্ছে৷ তাদের সবচেয়ে বেশি ৩৮ দশমিক সাত শতাংশই মূল্য সংযোজন কর থেকে আদায় করতে হবে৷ আয়কর থেকে আসবে ৩১ দশমিক আট শতাংশ৷ বাকিটা আসবে আমদানি, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর থেকে৷

অনুদান ছাড়া সামগ্রিক ঘাটতি থাকছে দুই লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকার৷ এর যোগান হিসেবে ৯৭ হাজার ৭৩৮ কোটি টাকার বৈদিশিক ঋণ নেয়ার পরিকল্পনা করা হয়েছে৷ অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেয়া হবে এক লাখ ১৩ হাজার কোটি টাকার৷

সামাজিক খাতে ব্যয়

২০২১-২২ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় ধরা হয়েছে এক লাখ সাত হাজার ৬১৪ কোটি টাকা, যা বাজেটের ১৭ দশমিক আট-তিন শতাংশ৷ বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা৷

আগামী অর্থবছরের মুক্তিযোদ্ধা ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে৷ এছাড়া আর কোনো ভাতা বাড়ানোর ঘোষণা নেই৷ তবে বাড়বে উপকারভোগীর সংখ্যা৷ সোয়া লাখ বিধবা ও স্বামী পরিত্যক্ত নারী নতুন করে ভাতার আওতাভুক্ত হবেন৷

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সরকার ২৫ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে৷ গত বছর বরাদ্দ ছিল ২৫ হাজার ৭৩৪ কোটি টাকা৷

কোভিড ১৯ মোকাবিলায় জরুরি চাহিদা মেটাতে গত বছরের মতো এবারও ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে৷

নতুন অর্থবছরের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দ দেয়া হচ্ছে ৩৬ হাজার ৪৮৫ কোটি টাকা৷ যা বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় চার হাজার কোটি বেশি৷ এছাড়া প্রাথমিক ও গণশিক্ষায় বেড়েছে এক হাজার কোটিরও কম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *