আশিস’র উদ্যোগে স্বাধীনতা দিবসে আলোকচিত্র প্রদর্শনী
মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সহযোগিতায় আলোকচিত্র শিল্পী সংসদ (আশিস) এর আয়োজনে আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (২৬মার্চ) নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণে দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে ময়মনসিংহ বিভাগে মুক্তিযুদ্ধে গণহত্যার বিভিন্ন ছবি, নির্যাতন, স্থাপনা ভাঙচুর ইত্যাদির বিরল সংগ্রহ স্থান পায়। এছাড়া ময়মনসিংহের প্রকৃতি, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, জাদুঘর, শিল্পের ওপর গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শন করা হয়। মুক্তিযুদ্ধে গণহত্যার ছবিগুলো সকলের বিশেষ নজর কাড়ে। সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রদর্শনী পরিদর্শন করেন। নতুন প্রজন্মসহ সকল মানুষ এই প্রদর্শনীর মাধ্যমে এ অঞ্চলের নতুন করে তথ্য জানতে পারবে। এতে প্রকৃত ইতিহাস জানতে পারবে বলে মন্তব্য করেন পরিদর্শকরা।
অনেকেই চিত্রগুলো দ্বারা দেয়াল প্রদর্শনীর খুবই প্রশংসা করেন। প্রদর্শনীর ছবিগুলো সত্যিই ব্যতিক্রম সংগ্রহ বলে অনেকেই মন্তব্য করেন। অতিথি ও দর্শনার্থীদের মাঝে বিভিন্ন ছবির গুরুত্ব তুলে ধরেন আলোকচিত্র শিল্প পরিষদের সাধারণ সম্পাদক এএইচএম মোতালেব। প্রদর্শনী দেখতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ভিড় জমায়। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়।পিআইডি,ময়মনসিংহ।