ইসলামপুরে এক ইউপি সদস্যের কান্ড!
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে এক ইউপি সদস্য প্রতিপক্ষের বসতবাড়ি সীমানায় পুকুরে গভীর খনন করায় বসতবাড়ির গাছপালা উপড়ে পড়ছে ও ঘরের ভিটি ধ্বসে পড়ছে। ঘটনাটি ঘটেছে নোয়ারপারা ইউনিয়নের তারতাপাড়া গ্রামে।
অভিযোগে জানা যায়, নোয়ারপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তারতাপাড়া আমিনুর রহমানের সাথে বর্তমান ইউপি সদস্য ওয়াজেদ আকন্দের গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
ভুক্তভোগী আমিনুর রহমানের অভিযোগ, প্রভাবশালী প্রতিবেশী ইউপি সাদস্য জমি সংক্রান্ত বিরোধের জেরে তার বসতবাড়ি সীমানায় পুকুরে গভীর খনন করায় আমিনুরের বসতবাড়ির গাছপালা উপড়ে পড়ছে ও ঘরের ভিটি ধ্বসে পড়ছে। ঘরের সাথে পুকুর গভীর খনন করার নিষেধ করার পরও সে মানেননি। এখন বৃষ্টিতে পুকুরে পানি উঠে তার ভিটার মাটি ও গাছপালা ধ্বসে পড়ছে। যে কোন মহুর্তে ঘর পুকুর ধ্বসে পড়বে।
এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য ওয়াজেদ জামান, আমার জমিতে আমি পুকুর থেকে মাটি কেটিছি। যেখান থেকে মাটি ধ্বসে পড়ছে সেই জমিও আমার। কয়েকদিন বৃষ্টির কারণে পুকুরের পাড় ধ্বসে পড়ছে।
এব্যাপারে ভুক্তভোগী আমিনুর রহমান স্হানীয় চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।