ইসলামপুরে জমি নিয়ে বিরোধে ছেলেদের কিল-ঘুষিতে সৎমা নিহত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ছেলেদের কিল-ঘুষিতে সৎমা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার টুংরাপাড়া।
জানা যায় ,উপজেলার গোয়ালের ইউনিয়নে ৩নং ওয়ার্ডে বোলাকীপারা টুংরা পাড়া গ্রামে মরহুম ময়দান আলী শেখের দুই স্ত্রী সন্তানদের মধ্যে জমি নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতের আঁধারে উক্ত বিরোধ কৃত জমিতে ময়দান আলী শেখের স্ত্রী মজিয়া খাতুন(৬৫) এর সৎ দুই ছেলে আলাল(৫০),অফিল(৪৫) ও নাতীরা মজিয়া খাতুনের জমিতে ঘর তোলে। সকালেই মজিয়া ও তার দুই ছেলে হেলাল(৩০) ও দুলাল(৩৫) ঘর ভাংতে গেলে কথা কাটির এক পর্যায়ে সৎ ছেলে ও নাতীদের কিল ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে সৎ মা মজিয়া খাতুন। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মজিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ হাসাপাতাল থেকে লাশ উদ্ধার করে এবং ঘটনায় সাথে জড়িত মোস্তফা (৩০) নামে এক মাতাব্বরকে আটক করেছে।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান, ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।