ইসলামিক ফাউন্ডেশনের শিশু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বছরের বই বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে (১ জানুয়ারি ২০২৫) বুধবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরের বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ মহসিন খান, সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম,ফিল্ড অফিসার ড. মাও.মো কামরুল হাসান,মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক , সদরের সুপার ভাইজার হাফেজ মাও একে এম মস্তোফা কামাল,মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, হাফেজ মাও হুমায়ুন কবির মিল্লাতী,মাও সাদেকুজ্জামান,মাও আব্বাস আলী,মাও মাহতাব উদ্দিন ও সদর উপজেলার মউসিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাও আমিনুল হকসহ ইফার শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। ইফার কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ড. মাও.কামরুল হাসান জানান,ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৭ম পর্যায়) ৩১ ডিসেম্বরের মাধ্যমে পাঠদান সম্পন্ন হয়েছে।এবারে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৮ম পর্যায়) প্রকল্পটি পাসের প্রক্রিয়াধীন রয়েছে। ফলে কিছু সংখ্যক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আমরা আশাবাদী প্রকল্পটি খুব শিঘ্রী পাস হবে।
ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ মহসিন খান জানান, আজ উৎসবমুখর পরিবেশে ইসলামিক ফাউন্ডেশন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৮ম পর্যায়) শিশুদের উৎসাহকে ধরে রাখার লক্ষ্যে জেলায় কিছু সংখ্যাক শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। প্রকল্পটিও শিঘ্রই পাস হবে, ইনশাআল্লাহ ।