উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত
শহর প্রতিনিধি ঃ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭ অক্টোবর বিকেল ৫টায় ময়মনসিংহের টাউনহল প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর পর্যন্ত গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় গণমিছিলে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা , অধ্যাপক ইউসুফ খান পাঠান, ফারুক আহমেদ খান, অধ্যক্ষ গোলাম সারোয়ার, এডভোকেট এ বি সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শরীফ হাসান অনু, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, আলহাজ্ব রেজাউল হাসান বাবু, এডভোকেট জিয়াউল হক সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মোতাহার হোসেন লিটু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলরুবা সারমীন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তাসনিম বেগম, শ্রম সম্পাদক বুলবুল আহমেদ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, সম্মানিত সদস্য এডভোকেট বদর আহমেদ, কাজী আজাদ জাহান শামীম, আশরাফ হোসাইন, এডভোকেট জালাল উদ্দিন খান, এডভোকেট আব্দুল মোতালেব লাল, বিকাশ সরকার, নুরজাহান মিতু, মুকুল সরকার, মোরশেদুজ্জামান সেলিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডঃ আবুল হোসেন দিপু। উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, মেয়র গোলাম কিবরিয়া, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ইকবাল হোসেন, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারা খাতুন, জেলা যুবলীগ সদস্য গোলাম মেহেদী, জেলা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক স্বপ্না খন্দকার, ফৌজিয়া ইসরাত ফ্লোরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তাফসীর আলম রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আবারও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ জনগণের পাশে আছে আর জনগণ আওয়ামী লীগের পাশে আছে। বক্তাগণ সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহবান জানান।