আন্তর্জাতিকজাতীয়

উৎসাহ উদ্দিপনায় ময়মনসিংহে শুভ বড় দিন উদযাপিত

শহর প্রতিনিধি: আজ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন- ক্রিসমাস ডে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ময়মনসিংহে খ্রীষ্ট সম্প্রদায়ের শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর ভাটিকাসরস্থ সাধু পেট্রিক কাথেড্রাল গীর্জায় প্রার্থনা, আরতী, সংগীত ও আলোচনার মাধ্যমে বড় দিন উদযাপন করেন খ্রিস্টান ধর্মালম্বীরা। এছাড়া ময়মনসিংহের ৪০০ শতাধিক গির্জায় এই উৎসব পালিত হচ্ছে।

এ সময় সাধু পেট্রিকের কাথেড্রাল গীর্জার পাল পুরোহিত ফাদার বিজন কুবি, ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি, ফাদার তিতুস মৃসহ খ্রিষ্টভক্তবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।