এনডিএফ নেতা শফিউল আজম শাহিনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ ময়মনসিংহ জেলার সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম শাহিনের মা সাহিদা বেগম গত রাত ৩ ঘটিকায় গফরগাঁও উপজেলার জামতলা মোড়ে নিজ বাসায় মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ময়মনসিংহ জেলার সভাপতি মাহতাব হোসেন আরজু ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা কমিটির আহবায়ক উজ্জ্বল রবিদাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মাহবুব রব্বানী, গণতান্ত্রিক মহিলা সমিতির আহবায়ক বাবলী আকন্দ ও জাতীয় ছাত্রদলের জেলা কমিটির অন্যতম নেতা ও কেন্দ্রিয় সদস্য মনোয়ার হোসেন ইভান গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তোপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাহিদা বেগম ব্যক্তিজীবনে দৃঢ় চিত্তের অধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি তাঁর স্বামী এবং তিন কন্যা ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।