জাতীয়রাজনীতি

ঐতিহ্যবাহী হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার এলামনাই এসোসিয়েশনের প্রথমসভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: শিক্ষা জীবন শেষ করে কেউ বেরিয়ে গেছেন বহু বছর আগে। কেউ বা সদ্য পড়াশোনা শেষ করে করছেন চাকুরি। অনেকে ধরেছেন সংসারের হাল। কেউ কেউ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করছেন। কারো কারো চেহারায় পড়েছে বয়সের ছাপ। চুল দাঁড়ি হয়ে গেছে সাদা। তবে তাঁরা সবাই মিলেছেন প্রাণের বন্ধনে, হয়বতনগর প্রাঙ্গণে। কিশোরগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় এলামনাই এসোসিয়েশন আহবায়ক কমিটি। এ কমিটির উদ্যোগে গত বছরের ১ জুলাই শনিবার সকাল ৯টায় হয়বতনগর এ.এউ কামিল মাদরাসা প্রাঙ্গণে এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাদরাসার বর্তমান এবং পুরানো প্রায় পাঁচশতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। শুধু দেশের বিভিন্ন স্থান থেকে নয়, আমেরিকা সৌদি আরব থেকেও এ পূর্ণমিলনীতে প্রাণের টানে যোগ দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। এবারে ৭১সদস্য বিশিষ্ট একটি একটি পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির প্রথম সভা হয়বতনগর এ.ইউ কামিল মাদরাসায় শনিবার (৩১ আগষ্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। এতে সভাপতিত্ব করেন মাদরাসার অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ব্যাংকার ছড়াকার মো: মোসলেহ উদ্দিন।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড.মো:মুজাহিদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,ওয়ালী নেওয়াজ খান কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান অত্র মাদরাসার সাবেক শিক্ষার্থী ড. আনোয়ারুল হক, হাফেজ মাও.রাশিদ আহমেদ,আইয়ুব আলী, এসোসিয়েশনের সহসভাপতি একে ফজলুল হক, অধ্যাপক মো: আজিজুর রহমান, মো:সাইদুর রহমান, যুগ্ন সম্পাদক এ এফ এম ইমদাদ উল্লাহ, এস এম তৌফিক, একেএম আব্দুল্লাহ, কুতুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মো:মুহসিন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক , আ.ন.ম আব্দুল হক, মো: মোখলেছুর রহমান, আপ্যায়ন সম্পাদক একেএম ছানাউল্লাহ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল হুমাইদী, দপ্তর সম্পাদক মো:জসিম উদ্দিন, সহদপ্তর সম্পাদক আলী আহসান মো:মুজাহিদ, প্রচার সম্পাদক আবু হানিফ, সহ প্রচার সম্পাদক নকিবুল হক, সাহিত্য সম্পাদক শহীদুল্লাহ, শিক্ষা ও গবেষনা সম্পাদক আব্দুল কাইয়ুম, মহিলা বিষয়ক সম্পাদিকা নুরুন্নাহার রানু, ক্রীড়া সম্পাদক আবু বকর ছিদ্দিক ভুইয়া, কার্যকরী সদস্য সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী প্রমুখ।

উল্লেখ্য,১৯৩৪ সালে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সৈয়দ মোছলেহ উদ্দিন সাহেব (রহ.) এর পৃষ্ঠপোষকতায় হয়বতনগর দেওয়ান বাড়ির সৈয়দ রাজিবউল্লাহ সাহেবের বাংলা ঘরে ছাদা বাহারের তিন টাকা দুই আনা ছিটাইয়ের উপর আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ এর নামে হয়বতনগর আনোয়ারুল উলুম আলিয়া মাদরাসা প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পা করে আজ তা একটি বিশাল অবকাঠামোতে দ্বীনী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ হিসেবে ইতিহাসে পরিচিত।