ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, উপজেলার সাহেবের চর এলাকার জনৈক সুলু শাহ নামক ব্যক্তির কবরে প্রতিবছর ওরসের নামে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মাদক সেবন ও বেচাকেনা, জুয়া,মারামারি, খুন-খারাপি,অশ্লীল নৃত্য, গানবাজনা সহ নানান ধরনের কার্যক্রম ঘটে। এবারও ১১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজন করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাও. আবুল কালাম ফারুকী, হালিমা সাদিয়া মাদরাসার মুহতামিম আবুল ফাতাহ নুরুল্লাহ, মডেল মসজিদের ইমাম মাও. জাহাঙ্গীর আলম, দারুল হেদায়েত কওমী মাদরাসার মুহতামিম মুফতি এমদাদুল্লাহ বাকী, রাবিয়া বসরী মহিলা মাদরাসার মহতামিম আবু মোহাম্মদ বরকত উল্লাহ, মোরগ মহল মসজিদের খতিব নাজমুল হক ফয়সাল,ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাও. কারিমুল্লাহ, আমেনা মহিলা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান,ইমাম উলামা পরিষদের উপদেষ্টা মাও.আসাদুজ্জামান বাবুল,
আশরাফুল উলুম কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল আহাদ মাহমুদী,মুফতি শরিফুল ইসলাম, মাওলানা ফজুলল হক, মাও. নজরুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ওরসের নামে অসামাজিক কার্যক্রলাম বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।