জাতীয়

কাউরাট কান্দাপাড়া নূরে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুরে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার)
কাউরাট কান্দাপাড়া নূরে জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে মসজিদের ইমাম এলাকার মুসল্লিগনদের নিয়ে দোয়া ও তবারক বিতরণ করা হয়। ভিত্তি প্রস্তর অনুষ্টানে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম হাফেজ শরিফুল ইসলাম, মসজিদ পরিচ্লনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রাশিদ, হাজী শাহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোনতাজ উদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, কাউরাট বালিকা নিন্মামাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা পরিচালক রানা মাহমুদ, মোঃ আবদুল গফুর, মোঃ নূরুল হক, আঃ মান্নাক, আঃ মুন্নাফ, মোঃ শহীদুল্লাহ মাষ্টার,মোঃ আঃ হালিম, মোঃ আমিরুল মুন্সী, মোঃ লিটন, মোঃ সাদেকুল ইসলাম, মোঃ রাশেদ মোঃ নয়ন মিয়া, নাইম এনামূল প্রমূখ।

উল্লেখ্য দ্বিতল ফাউন্ডেশন মসজিদটি দৈঘ্যে ৫৮ ফুট ১০ ইঞ্চি ও প্রস্ত ৪৩ ফুট ১০ ইঞ্চি। দুটি সিড়ি,গম্বুজ মিনারা ও অজুখানা রয়েছে।