জাতীয়

কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই -এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে নানা আয়োজনে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে নিসচার জেলা শাখা এসব অনুষ্ঠানের আয়োজনে রোববার (১ ডিসেম্বর) বিকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চ এলাকায থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি কলেজ এলাকার সড়ক প্রদক্ষিণ করে। এরপর মুক্তমঞ্চে সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

নিসচা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সামছুল ইসলাম শামীম, ট্রাফিক ইন্সপেক্টর-১ মনিরুজ্জামান।

আলোচনা সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ আল আমিন, সংগঠনের উপদেষ্টা শিল্পী আবুল হাশেম, সহ-সভাপতি ইন্জিনিয়ার আব্দুল কাইয়ুম আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক শফিক কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন এস এম জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামরুল হাসান বাদল, সহ সম্পাদক শফিউল আলম আরজু প্রমুখ।

আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় জেলা শাখার সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।