কিশোরগঞ্জ মানব কল্যাণ সংগঠন এর নবগঠিত কমিটির অভিষেক ও সেলাই মেশিন বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ মানব কল্যাণ সংগঠন এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য আটজন দরিদ্র নারীকে ৮টি সেলাই মেশিন উপহার দিয়েছে সংগঠনটি। সেলাই মেশিন উপহার পেয়ে হাসি ফুটেছে অসহায় এসব নারীর মুখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
সংগঠনের উপদেষ্টা (সদর) অ্যাডভোকেট শাহ মো. আশরাফ উদ্দিন দুলাল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল আহাদ খান, সংগঠনের উপদেষ্টা (ভৈরব) ডা. মো. মিজানুর রহমান কবির, সংগঠনের উপদেষ্টা (কটিয়াদী) মাওলানা মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মালদ্বীপ প্রবাসী মো. হাদিউল ইসলাম এবং সংগঠনের উপদেষ্টা (তাড়াইল) হাজী মো. শফিকুল মাহমুদ শোয়েব।
সংগঠনের সভাপতি মো. আলতাব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম,কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী, সহকারী অধ্যাপক মাও.ইসমাঈল মুফিজী,সহকারী অধ্যাপক মাও.আখতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ২০২০ সালে ‘মানুষের মুখে ফুটাবো হাসি, দেশ-বিদেশের কিশোরগঞ্জবাসী’ এই স্লোগানে দেশে ও প্রবাসে থাকা কিশোরগঞ্জের ১৩ উপজেলার নানা শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘কিশোরগঞ্জ মানব কল্যাণ সংগঠন’ প্রতিষ্ঠা করা হয়েছে।