অন্যান্যঅর্থনীতিজাতীয়

কুমিল্লা ক্যান্টনমেন্টে গফরগাঁও পক্ষ থেকে বন্যার্তদের জন্য ত্রাণ হস্তান্তর

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিম, গফরগাঁও এর পক্ষ থেকে গতকাল রোববার কুমিল্লা ক্যান্টনমেন্টে রিলিফ কোঅর্ডিনেটিং সেলে লেফটেন্যান্ট কর্নেল আমিন এর কাছে বন্যার্তদের জন্য ত্রাণ হস্তান্তর করা হয়।

ত্রাণ সামগ্রী মধ্যে রয়েছে চাউল ৫১ বস্তা, ডাল-চিড়া ১৫ বস্তা, মুড়ি ৩৪ বস্তা, পানি ১৪২ কেইজ, খেজুর ৫ প্যাকেট ৫১ কেজি, বিস্কুট ১৯ কার্টুন, ন্যাপকিন ৬ কার্টুন এক ১ বস্তা, মোমবাতি ২৫ ডজন, ম্যাচ ১ কাটুন, জামা-কাপড় ছোট-বড় ৯০ বস্তা, সুজি ৬০ কেজি, বায়োমিল শিশু খাদ্য ৪০ প্যাকেট, স্যালাইন ৪ কাটন, ২০০০ পিস, নাপা, নাপা এক্সট্রা, নাপা এইস, পেট খারাপের ঔষধ, পানি বাহিত রোগের ঔষধ ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন সম্প্রীতি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিম, গফরগাঁওয়ের সমন্বয়ক মবিনুর রহমান খান, সহ সমন্বয়ক মাজাহার হিমেল, সহ সমন্বয়ক সাদিক প্রত্যয়, জিহাদুল আরাফাত প্রিজন, তারিফ, আশরাফুলসহ আরও অনেকেই।