গফরগাঁওয়ে উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত
গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ পাগলা থানা আয়োজনে উলামা-মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পাগলা বাজারে হলি চাইল্ড মডেল একাডেমী প্রাঙ্গণে উলামা- মাশায়েখদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাগলা থানা উলামা বিভাগের সভাপতি মাওলানা অধ্যক্ষ আবু তালেবের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন পাগলা থানা উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আহসান হাবীব খোরশেদ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উলামা বিভাগের সদস্য ও ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহিল বাক্বী নোমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ, গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল ও পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা মোঃ এমদাদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সদস্য মাওলানা আবদুল আহাদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা মোজাম্মেল বাশীর, মাওলানা আবদুর রউফ আফিফী, মাওলানা সানাউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, আগামী দিনে হাদিস ও কোরআনের আলোকে বাংলাদেশের সংবিধান রচিত হবে ইনশাআল্লাহ, সকলকে আল্লাহর বিধান মেনে চলার আহ্বান জানান। তারা আরও বলেন, বিগত দিনের যে জালিম শাসকের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, এ ধরনের জালিম শাসক আর আমরা চাই না। কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হলে সবকিছু ঠিকঠাক চলবে বলে বক্তারা জানান।